counter চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর জন্য ২ টি গাড়ি উদ্বোধন

মঙ্গলবার, ১৯শে অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর জন্য ২ টি গাড়ি উদ্বোধন

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ জরুরি সেবা (৯৯৯)) এর আরো ত্বরান্বিত করতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশে সংযোজন হলো নতুন দুইটি গাড়ী। শনিবার (২৬ ডিসেম্বর) বেলা দুপুর সাড়ে ১২ টার সময় রাজশাহী রেঞ্জ অফিসে ডিআইজি জনাব মোঃ আব্দুল বাতেন বিপিএম পিপিএম চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর জন্য দুইটি গাড়ী উদ্বোধন করেছেন। এ সময় অতিরিক্ত ডিআইজি জনাব টিএম মোজাহিদুল ইসলাম, বিপিএম পিপিএম মহোদয় ও চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার জনাব এএইচএম আবদুর রকিব, বিপিএম পিপিএম (বার) সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ২০১৭ সালের ১২ ডিসেম্বর চালু হওয়া ট্রিপল নাইনের বিপুল জনপ্রিয়তার কারণে জেলা পুলিশ সীমিত যানবাহন নিয়ে যখন হিমশিম খাচ্ছিল তখন পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জ রেঞ্জ ডিআইজির নির্দেশনায় নিজস্ব উদ্যোগে গাড়ি দুইটি সংগ্রহ করেছেন। এ গাড়ি দুইটি জেলার বিভিন্ন এলাকায় ট্রিপল নাইন থেকে আসা কলগুলোকে সেবা প্রদান করবে।

এই বিভাগের আরো খবর