counter চাঁদপুরে আরো ৭জনের দেহে করোনা শনাক্ত

শুক্রবার, ১লা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ

চাঁদপুরে আরো ৭জনের দেহে করোনা শনাক্ত

চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুর আরো ৭জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫৭৭জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭১জনে।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৩ জন, মতলব উত্তরে ১জন, মতলব দক্ষিণে ২জন ও এটা কচুয়ায় ১জন।

চাঁদপুর সিভিল সার্জন শাখাওয়াত উল্লাহ জানান, বৃহস্পতিবার সকালে ১৮টি রিপোর্ট আসে । এর মধ্যে ৭টি পজেটিভ। ১১টি নেগেটিভ।

জেলায় ১৫৭৭জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে; চাঁদপুর সদরে ৫৯৬জন, মতলব দক্ষিণে ১৭৩জন, শাহরাস্তিতে ১৬১জন, হাজীগঞ্জে ১৫৩জন, ফরিদগঞ্জে ১৭৭জন, হাইমচরে ১১৬জন, কচুয়ায় ৭০জন এবং মতলব উত্তরে ১৩০জন।

চাঁদপুর জেলায় করোনায় মৃত ৭১জনের মধ্যে চাঁদপুর সদরে ২০ জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ৯জন, কচুয়ায় ৬ জন, মতলব উত্তরে ৯জন, শাহরাস্তিতে ৬জন, মতলব দক্ষিণে ৩জন এবং হাইমচরে ১জন।

এই বিভাগের আরো খবর