শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

চসিক নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা: হানিফ

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দলীয় সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে যারা চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বা প্রতিদ্বন্দ্বিতাকারীর পক্ষে কাজ করবেন তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে।

আজ শনিবার দুপুরে কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

উল্লেখ্য, আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)-এর মেয়র, ৪১ ওয়ার্ড কাউন্সিলর ও ১৪ সংরক্ষিত মহিলা আসনের জন্য ভোট গ্রহণ হবে।

দলীয় নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আওয়ামী লীগ শতভাগ আশাবাদী। ফলে দলের অভ্যন্তরীণ কারণে কোথাও চুল পরিমাণ বিপর্যয় ঘটলে কোনো ছাড় দেয়া হবে না। অতীতে বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগ এ কঠোরতা প্রদর্শন করেছে। তিনি বলেন, বিদ্রোহী প্রার্থী ছাড়াও তাদের সমর্থনে মাঠে নামা দলের দায়িত্বশীলদের ব্যাপারেও কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। পদ-পদবি থেকে অব্যাহতি এবং বহিষ্কারের মতো কঠিন সিদ্ধান্তে যেতে দল দ্বিধা করেনি।

এর আগে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

সংগঠনের নগর শাখার সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুবনা হারুন, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য তৌফিকুর রহমান প্রমুখ।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort