মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ঘরেই তৈরি করুন গোলাপজল

লাইফ ষ্টাইল ডেস্ক : সুস্থ ও সুন্দর ত্বকের যত্নে অনন্য উপাদান হচ্ছে গোলাপজল। গোলাপজল সাধারণত আমরা বাজার থেকে কিনে ব্যবহার করে থাকি। তবে আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন গোলাপজল-

উপকরণ

গোলাপ ফুলের পাপড়ি, তাপ নিরোধক কাচের পাত্র (ঢাকনাসহ), বিশুদ্ধ পানি ও ছাঁকনি।

প্রণালি

এক কাপ গোলাপ ফুলের পাপড়ি ভালো করে ধুয়ে নিয়ে একটি পাত্রে রাখুন। এবার ২ কাপ পানি দিয়ে সিদ্ধ করুন। এই গরম পানি পাপড়িসহ কাচের পাত্রে ঢেলে ঢাকনা দিয়ে ৩০ মিনিটের জন্য ঢেকে রাখুন।

এর পর অন্য একটি পাত্রে ছাঁকনির সাহায্যে গোলাপের পাপড়িগুলো থেকে পানি আলাদা করে ফেলুন।

এর পর বোতল ভরে রেফ্রিজারেটরে সংরক্ষণ করুন। এটি এক সপ্তাহের মতো ভালো থাকবে।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort