counter গোপালপুরে সিএনজি ও অটোরিক্সা শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সোমবার, ৮ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ

গোপালপুরে সিএনজি ও অটোরিক্সা শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাস মোকাবেলায় প্রায় একমাস ধরে অঘোষিত লকডাউন চলছে সারাদেশে। এমন পরিস্থিতিতে কষ্টে জীবন যাপন করছেন খেটে খাওয়া অসহায় মানুষ গুলো। সেই সঙ্গে বন্ধ রয়েছে কাভার্ড ভ্যান,সিএনজি,অটোরিক্সা। কয়েক হাজার শ্রমিক কর্মহীন হয়ে পরেছে। দেশে মহামারি দুর্ভিক্ষের মতো অবস্থায় কর্মহীন
শ্রমিকদের পাশে দাঁড়ালেন, টাংগাইল ২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। তার সহযোগীতায় ও গোপালপুর সূতী কালিবাড়ী অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে এক শতাদিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
বুধবার সকালে সূতী হোসেন শহিদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরন করেন সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, গোপালপুর পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ ,উপজেলা যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম তালুকদার, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সোহেল,উপজেলা ছাত্রলীগের আহবায়ক শফিকুল ইসলাম শফিক, যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন, সূতী কালিবাড়ী সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল হক ফরিদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,আলমগীর রানা ও স্থানী নের্তবৃন্দ

এই বিভাগের আরো খবর