শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

গাংনীতে কৃষকের গরু চুরি

রাব্বি আহমেদঃমেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার মটমুড়া ইউনিয়ন এর বাওট গ্রামের মৃত তাহের আলীর ছেলে বিচার আলী(৬৫) এর গোয়াল থেকে শ্যামলা রংয়ের এরে গরু চোরের চুরি করে নিয়ে যায়।গরুটির আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। কৃষক বিচার আলী সকালে উঠে গোয়াল ঘরে গরুটি না দেখতে পেয়ে আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। গরুটি চুরি হওয়ায় কৃষক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। একই রাতে পাশে মটমুড়া গ্রামের মৃত আফছের আলীর ছেলে জমির উদ্দিনের বাড়িতেও চোরদের হানা দেওয়ার সংবাদ পাওয়া গেছে।

তবে বাড়ির মালিক জমির উদ্দিন টের পেয়ে যাওয়ার কারণে চোরেরা পালিয়ে যায়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে কৃষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসীর ধারণা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাজারে গরুর ব্যাপক চাহিদা থাকায় চোরেরা হয়তো সক্রিয় হচ্ছে।গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, গরু চুরির সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort