counter গত ২৪ ঘন্টায় ২৯ জনের মৃত্যু

রবিবার, ৪ঠা ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪২৯ বঙ্গাব্দ

গত ২৪ ঘন্টায় ২৯ জনের মৃত্যু

ডেস্ক নিউজঃ দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ৪ হাজার ৪১২ জনে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯২৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ২১ হাজার ৬১৫ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৭৩টি। এ নিয়ে ১৬ লাখ ৬ হাজার ১১টি নতুনা পরীক্ষা করা হয়। গত একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ২১১ জন। এ নিয়ে সুস্থ হলেন মোট দুই ২ লাখ ১৬ হাজার ১৯১ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এই বিভাগের আরো খবর