counter গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩২ জনের

শনিবার, ১৩ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ

গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩২ জনের

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ৪ হাজার ৩৮৩ জনে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ১৫৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ১৯ হাজার ৬৮৬ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৪২২টি। এ নিয়ে ১৫ লাখ ৯২ হাজার ৩৮ টি নতুনা পরীক্ষা করা হয়। গত একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৬৪ জন। এ নিয়ে সুস্থ হলেন মোট দুই ২ লাখ ১৩ হাজার ৯৮০ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এই বিভাগের আরো খবর