বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

গত ২৪ ঘণ্টায় আরো ৩২ জনের মৃত্যু

ডেস্ক নিউজঃ  দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ৩ হাজার ৬৫৭ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ২৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৮৬টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ৫১ হাজার ৬৬৯টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৩১৫ জন। এ নিয়ে সুস্থ হলেন মোট এক লাখ ৫৮ হাজার ৯৫০ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort