counter কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু

বুধবার, ১লা ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ কলাপাড়ায়
মোটরসাইকেলের ধাক্কায় জয়গন বিবি (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার শেষ বিকেলে কুয়াকাটা বিকল্প সড়কে বালিয়াতলী এলাকায় এ দুর্ঘটনা
ঘটে। মৃত জয়গন বিবি মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামের আব্দুল আজিজ খানের
স্ত্রী। মৃতার পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছ, সে নিজ বাড়ির উদ্দেশ্যে
যাচ্ছিলেন। এসময় পিছন থেকে মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে রাস্তার পাশে পড়ে
যায়। স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে
আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাাফিজুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মৃতার পক্ষ থেকে কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে বলে তিনি এ প্রতিবেদককে জানান।

এই বিভাগের আরো খবর