counter কলাপাড়ায় স্বাস্থ্য-সহকারীদের বেতন-বৈষম্য নিরসনের দাবিতে কর্ম বিরতি পালন

শুক্রবার, ৯ই ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪২৯ বঙ্গাব্দ

কলাপাড়ায় স্বাস্থ্য-সহকারীদের বেতন-বৈষম্য নিরসনের দাবিতে কর্ম বিরতি পালন

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ কলাপাড়ায় স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা নিয়োগ বিধি সংশোধন করে বেতন-বৈষম্য নিরসনের দাবিতে কর্ম বিরতি পালন করছে। বৃহস্পতিবার দুপুরের দিকে বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশনের ঘোষনায় সারা দিয়ে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মবিরতি পালন করেন তারা। এসময় কলাপাড়া হাসপাতালের সামনে কর্মবিরতি পালন করেন প্রায়
অর্ধ-শতাধিক স্বাস্থ্য-সহকারিরা। এসময় বক্তব্য রাখেন সহকারী স্বাস্থ্য-পরিদর্শক জুলিয়া নাসরিন, স্বাস্থ্যকর্মী রতন চন্দ্র সাহা, মোকছেদুর ও জাহিদুল ইসলাম। বক্তারা নিয়োগ বিধি
সংশোধন করে সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১১ তম গ্রেড, স্বাস্থ্য সহকারী ১২
তম গ্রেড ও স্বাস্থ্য পরিদর্শক ১৩ তম গ্রেডে উন্নীতকরনের দাবি জানান।
তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে বলে ঘোষনা দেন।

এই বিভাগের আরো খবর