counter করোনা মুক্ত হলেন তাহেরপুর পৌর মেয়র

বৃহস্পতিবার, ১লা ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪২৯ বঙ্গাব্দ

করোনা মুক্ত হলেন তাহেরপুর পৌর মেয়র

মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহীঃ রাজশাহী জেলা বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ করোনা মুক্ত হলেন। সম্পকরোনা ফলোআপ রিপোর্ট নেগেটিভ হয়েছে।

শুক্রবার ১৪ আগষ্ঠ বিকাল ৪ টায় তাঁর এই নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে।

গত ২৭জুলাই তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ করোনা পরীক্ষাগারে নমুনা প্রদান করেন। ওই নমুনা দেয়ার পরের দিন ২৮ জুলাই তাঁর করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপর চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় চিকিৎসা গ্রহণ করেন তিনি।

মেয়র কালাম গত ১২ আগস্ট পুনরায় ফলোআপ রিপোর্টের জন্য করোনার নমুনা প্রদান করেন এবং অদ্যই ১৪ আগস্ট সেই রিপোর্টটি নেগেটিভ আসে। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন।

এদিকে, করোনায় আক্রান্তের পর থেকে তাঁর আশু রোগমুক্তি কামনা করে তাহেরপুর পৌরসভা,বাগমারা সহ দেশেরবিভিন্ন স্থানে দোয়া করা হয়।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ,তাহেরপুর পৌর আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলার ১৬টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

অন্যদিকে করোনায় আক্রান্ত হওয়ার মোবাইলে ফোনের মাধ্যমে তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন, জেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

এই বিভাগের আরো খবর