counter করোনা আক্রান্ত দুলাভাই গেলেন শালির বিয়েতে

বুধবার, ১০ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত দুলাভাই গেলেন শালির বিয়েতে

ডেস্ক নিউজ : শালির বিয়ে বলে কথা, দুলাভাইয়ের কি কাজ কম? কিন্তু করোনা আবহে সম্পর্কও যে বড় কাল হয়ে দাঁড়াচ্ছে। করোনা পজিটিভ দুলাভাইয়ের জন্য তাই শালির বিয়ে লাটে ওঠার জোগাড়। বিয়ে বাড়িতে বর-কনে-সহ মোট ১০৫ জন সদস্যকেই পাঠানো হল কোয়ারেন্টাইনে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ছিদোয়ারাত এলাকায়।

ওই বিয়েবাড়ির আমন্ত্রিতদের সূত্রে জানা যায়, কনের দুলাভাই করোনার কোনও উপসর্গ ছিল না। কিন্তু তার টেস্ট করা হয়েছিল। বিয়ে বাড়িতেই তার করোনা টেস্টের রিপোর্ট এসে পৌঁঁছায়। সেখানে দেখা যায়, দুলাভাইয়ের রিপোর্ট পজিটিভ। এই পরিস্থিতিতে বিয়েবাড়িতেই এসে পৌঁছে যান স্থানীয় মেডিকেল টিম। পরিস্থিতি দেখে ওই বিয়েবাড়ির আত্মীয়স্বজন ও আমন্ত্রিত ১০৫ জনকেই কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

গোটা ভারতে জুড়ে এখনও যে কোনও ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। সেখানে শতাধিক মানুষ নিয়ে বিয়েবাড়ির আয়োজন করায় এমনিতেও আইন ভাঙা হয়েছে। কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন হল, এক আনন্দ উৎসবে যোগ দিতে এসে এভাবে ভাইরাসের আস্ফালন! চিন্তায় আমন্ত্রিতদের সকলেই। সূত্র : এই সময়।

এই বিভাগের আরো খবর