মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

করোনায় ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৪০১ জনের মৃত্যু

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র মহামারী করোনা ভাইরাসে বেসামাল। হু হু করে বাড়ছে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। ২৪ ঘণ্টায় দেশটিকে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০১ জন। ফলে দেশটিতে মৃতের সংখ্যা এখন ১ হাজার ৬শ ৯৬ জনে দাঁড়ালো। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ৪ হাজার ১শ ২৬ জন। মাত্র ৪ দিনের ব্যবধানে দেশটিতে করোনা আক্রান্ত রোগী সংখ্যা বেড়েছে ৬২ হাজার!

শুক্রবার দুপুর পর্যন্ত সেখানে মারা গেছে রেকর্ড একদিনে ২৬৫ জন। করোনা ভাইরাস দেশটিতে ছড়িয়ে পড়ার পর যা একদিনে সর্বোচ্চ। বৃহস্পতিবার মারা গিয়েছিল ২৫৩ জন। বুধবার মৃতের সংখ্যা ছিল ২৩৩ জন। মঙ্গলবার ছিল ১৬৪ জন। ২৩ মার্চ সেখানে আক্রান্তের সংখ্যা ছিল ৪৩ হাজার ৭৮১ জন। ২৪ মার্চ সেটা হয় ৫৪ হাজার ৮৫৬। ২৬ মার্চ বেড়ে দাঁড়ায় ৮৫ হাজার ৪৩৫ এ।

নিউইয়র্কে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে , ৪৪ হাজার ৮১০ জন। এরপর নিউ জার্সিতে ৮ হাজার ৮২৫। এ ছাড়া ক্যালিফোর্নিয়ায় ৪ হাজার ৪৫৯, মিশিগানে ৩ হাজার ৬৫৭, ম্যাসাচুসেটে ৩ হাজার ২৪০, ওয়াশিংটনে ৩ হাজার ২০৭ ও ইলিনয়িসে ৩ হাজার ২৬ জন আক্রান্ত হয়েছে।

এই বিভাগের আরো খবর