মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

কচুয়ায় জাপান আ.লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন প্রধানের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের কচুয়ায় জাপান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন প্রধানের ব্যক্তিগত তহবিল থেকে মানবতার ডাকে সাড়া দিয়ে বৈশ্বিক করোনার কারণে ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের অসহায় হতদরিদ্রদের মাঝে ঈদের উপহার হিসেবে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরন করেছেন।

শুক্রবার (০৭ মার্চ) তাহার জন্মস্থান নিজ ইউনিয়ন ২নং পাথৈর ইউনিয়ন মধুপুর বাজার সংলগ্ন তাহার মালিকাধীন জসীম টাওয়ার প্রকল্পে অসহায় গরীব লোকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উদ্বোধন করেন।উক্ত কর্মসূচী ঈদের পূর্বদিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ।

প্রতি পর্যায় বিতরণকৃত সামগ্রীগুলোর মধ্যে ছিল সেমাই , চিনি , মুড়ি , শাড়ী কাপর , লুঙ্গি ।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মিজানুর রহমান মাষ্টার, ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন প্রধানের ব্যক্তিগত সহকারী ও ম্যানেজার মো: জামাল হোসেন মিয়াজী, জনাব মো: মিজানুর রহমান প্রধান, আওয়ামী লীগ, যুব লীগের, সেচ্ছাসেবক লীগের নেতা কর্মী সহ কচুয়া প্রেস ক্লাবের একাংশের সভাপতি আলমগীর তালুকদার , সাবেক সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু, সাধারন সম্পাদক মোঃ সুমন, সহ-সভাপতি আরিফুল ইসলাম দীপু প্রমূখ।

প্রসঙ্গক্রমে জাপান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন প্রধান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে মানবতার টানে সাধ্য অনুযায়ী অসহায়দের পাশে এসে দাড়িয়েছি। আমি প্রত্যাক ঈদে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়। বর্তমানে সকলেই চরম আর্থিক সংকটে পড়ে বিপদগ্রস্থ্য হয়ে পড়েছেন। যার যতটুকু সামর্থ অনুযায়ী অসহায় হতদরিদ্র ও কর্মহীনদের সাহায্যার্থে সকলেরই এগিয়ে আসা উচিৎ। এজন্য সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসা উচিৎ। সরকারের একার পক্ষে বৈশ্বিক মহামারী মোকাবেলা করা কষ্টসাধ্য।

তিনি বলেন, বৈশ্বিক করোনা ভাইরাসের কারণে আজ অনেকেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে ।

তাই অসহায় মানুষদের পাশে দাড়াবার জন্য কিছুটা হলেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আমার একটাই লক্ষ্য এলাকার মানুষের সুখে, দুখে তাদের পাশে এসে দাড়ানো। আমি ভবিষ্যতে আমার সামর্থটুকু উজাড় করে দিয়ে এলাকার মানুষের পাশে থাকব।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort