শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ওয়াসার পানির বর্ধিত দামে হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত

ডেস্ক নিউজ :  ওয়াসার পানির ২৫ শতাংশ বাড়তি দাম আদায়ে ১০ অগাস্ট পর্যন্ত হাই কোর্ট যে নিষেধাজ্ঞা দিয়েছিল তা ১৬ সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত। ওই নিষেধাজ্ঞা স্থগিত চেয়ে ওয়াসার আবেদন শুনানির পর মঙ্গলবার বিচারপতি মো. নূরুজ্জামানের ভার্চুয়াল আদালত তা মঞ্জুর করে এ আদেশ দেয়।

ওয়াসার পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুবে আলম। রিট আবেদনকারী পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অনীক আর হক।

রিট আবেদনকারী আইনজীবী বলেন, এই আদেশের ফলে গত তিনমাস ধরে ওয়াসা যে বাড়তি দাম আদায় করে আসছিল সেটিই বহাল থাকল।
১৬ সপ্তাহ পরে কি হবে জানতে চাইলে অনীক বলেন, তার আগেই ওয়াসা স্থগিতাদেশ বাড়ানোর আবেদন করবে।

গত ২২ জুন ওয়াসার পানির জন্য ২৫ শতাংশ হারে বাড়তি দাম আদায়ের ওপর ১০ অগাস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা দেয় হাই কোর্ট। আদেশের কয়েক ঘণ্টা পরেই তা স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে ওয়াসা। পরদিন আবেদনটির ওপর আংশিক শুনানির পর ফের শুনানির জন্য মঙ্গলবার দিন রেখেছিলে চেম্বার বিচারপতি।

ওয়াসার পানির ২৫ শতাংশ বাড়তি দাম আদায়ে নিষেধাজ্ঞা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদের জনস্বার্থে রিটটি করেছিলেন। গত ১৫ জুন দাখিল করা রিটে স্থানীয় সরকার বিভাগের সচিব, আইন সচিব, ঢাকা ওয়াসা, পানি সরবরাহ ও পয়োঃনিষ্কাশন কর্তৃপক্ষসহ ছয় জনকে বিবাদি করা হয়।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort