counter একটি হারানো বিজ্ঞপ্তি

রবিবার, ২২শে মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ

একটি হারানো বিজ্ঞপ্তি

নাটোরে জেলার নলডাঙ্গা থানার মেয়ে, সন্ধান চায় তার পিতা ।

সন্ধান চাই,
নামঃ আরিফা,,
বাবার নামঃ আজাহার আলী
গ্রামঃ ধনোকরা
ইউনিয়নঃ ব্রক্ষপুর
থানাঃ নলডাঙ্গা
জেলাঃ নাটোর

গতকাল রবিবার স্বামীর বাড়ি থেকে সকাল ১০ টায় বাবার বাড়ি আসে, এবং বাবার কাছে থেকে ২০০ টাকা নিয়ে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ( নলডাঙ্গা) যায়, সেখানে ডাক্তার দেখিয়ে বের হয়। এরপর আর বাসায় ফেরেনি, মেয়ের বাবা আশেপাশের আত্মীয়স্বজন এর কাছে ফোনে খোঁজ করলে সেখানেও যায়নি বলে তারা জানায়,, স্বামীর বাড়ি খোঁজ নিয়ে জানা গেছে সেখানেও যায়নি আরিফা,, এখন পর্যন্ত আরিফার কোন খোঁজ পাওয়া যায়নি। আরিফার বাবা নলডাঙ্গা থানায় জিডি করেছে। সেই সাথে তার মেয়েকে খুঁজে পেতে সবার সহযোগিতা চেয়েছে।
আরিফার বাবাঃ ০১৭৭৩০৫৭১২৯

আরিফার স্বামীর বাড়ি:
স্বামীর নামঃ আমিনুল ইসলাম জীবন
পিতাঃ জালাল খান
মাতাঃ জাবেদা
গ্রামঃ রামসার কাজিপুর
ইউনিয়ন ঃ বিপ্রবেলঘড়িয়া
জেলাঃ নাটোর

এই বিভাগের আরো খবরAllEscortAllEscort