মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ঈদের আগে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট শুরু বিমানের

ডেস্ক নিউজ : কোরবানির ঈদের আগে ফের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আগামী ২৫ জুলাই ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে নিয়মিত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি।

বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, প্রতিদিন এই তিন রুটে আসা-যাওয়াসহ চট্টগ্রামে ছয়টি, সিলেটে ছয়টি ও সৈয়দপুরে চারটি অর্থাৎ ১৬টি ফ্লাইট পরিচালনা করবে বিমান। মহামারি শুরুর আগের ভাড়ায়ই যাত্রীরা ভ্রমণ করতে পারবেন বলে জানান তিনি। করোনাভাইরাস মহামারির কারণে গত মার্চ থেকে বাংলাদেশে সাতটি অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট চলাচল বন্ধ ছিল প্রায় আড়াই মাস। বিধিনিষেধ শিথিল হওয়ার পর ১ জুন ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম ও সৈয়দপুরে উড়োজাহাজ চলাচল শুরু হয়। বেবিচকের অনুমতি পেয়েও যাত্রী সংকটের কথা বলে এত দিন অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ রেখেছিল বিমান। তবে বেসরকারি বিমান সংস্থাগুলো এসব রুটে ফ্লাইট চালিয়ে আসছে।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort