counter ইরানে তুষারপাত, ১০ জনের মৃত্যু

সোমবার, ২৩শে মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ

ইরানে তুষারপাত, ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : গত কয়েক দিন ধরে ইরানের বেশ কয়েকটি অঞ্চলে ভারী তুষারপাত ও তীব্র বাতাসের কারণে অনেক সড়ক বন্ধ হয়ে গেছে এবং যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এরই মধ্যে দেশটির রাজধানী উত্তরের একটি পার্বত্য অঞ্চলে ভারী তুষারপাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে বেশ কয়েক জন। শনিবার দেশটির সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, পাহাড়ে ৯ জনের মৃত্যু হয়েছে এবং উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এক জন।

ইরানের রেড ক্রিসেন্টের জরুরি কার্যক্রম বিভাগের প্রধান মেহদি ভালিপর জানিয়েছেন, তিনটি জনপ্রিয় ট্রেইলে থাকা অন্তত সাত পর্বতারোহীর খোঁজ পাওয়া যাচ্ছে না।

এই বিভাগের আরো খবরAllEscortAllEscort