counter ইতালি আওয়ামী যুবলীগ ভেনিস শাখার ঈদুল ফিতর উদযাপন

বুধবার, ৮ই ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ

ইতালি আওয়ামী যুবলীগ ভেনিস শাখার ঈদুল ফিতর উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃ যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে আজ ইতালিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে ইতালি আওয়ামী যুবলীগ ভেনিস শাখার নেতা কর্মীরা।

বৃহস্পতিবার (১৩ মে) ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশ সৌদি আরব, মধ্যপ্রাচ্য ও আফ্রিকাতে পবিত্র ঈদুল ফিতর পালন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার পর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইতালির ভেনিসের সেন্টাল জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন।

এমসয় উপস্থিত ছিলেন, ইতালী আওয়ামী যুবলীগ ভেনিস শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা ছৈয়াল কালু, যুগ্ম সম্পাদক হান্নান হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মুরাদ ঢালী, সদস্য রতন ছৈয়াল, শাহারিয়ার রোমান, আনোয়ার হোসেন, মখসুদ ছৈয়াল, মিজানুর রহমান  জান্মাত, সাইফুল ইসলাম, জামাল মৃধা, শফিক শিকদার, আসলাম মাদবর, জসিম উদ্দিন, সজিব ঢালী প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন, সুমন বেপারী, লিংকন, বাচ্চু মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

এসময় বক্তরা বলেন, করোনার কারণে সব কিছু সীমিত পরিসরে চলছে। তবে ঈদের জামাতে নামাজ পড়তে পেরে অনেক ভালো লেগেছে। সবাইকে ঈদের শুভেচ্ছা।

এই বিভাগের আরো খবর