counter আল্লামা শফীর শারীরিক অবস্থা স্থিতিশীল

রবিবার, ৩রা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ

আল্লামা শফীর শারীরিক অবস্থা স্থিতিশীল

ডেস্ক নিউজ : চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। গতকাল বুধবার দুপুরে তাঁর চিকিৎসায় ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড বসে। আগের দিন মঙ্গলবার করানো পরীক্ষা-নিরীক্ষার ফল দেখেন বোর্ড সদস্যরা। এসব রিপোর্ট ভালো আছে বলে চিকিৎসকরা জানান।

হাসপাতাল সূত্র জানায়, আহমদ শফীর করোনাভাইরাসের (কভিড-১৯) উপসর্গ না থাকলেও আইসিইউতে চিকিৎসাধীন থাকায় আজ বৃহস্পতিবার করোনার পরীক্ষা করা হতে পারে। এর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ৭ জুন একই আইসিইউতে ভর্তির পর এক সপ্তাহ চিকিৎসাধীন থাকাকালে তাঁর করোনা পরীক্ষা করা হয়েছিল। তবে ফল নেগেটিভ আসে। শারীরিক অস্থিরতা নিয়ে গত সোমবার দুপুরে আবার চমেক হাসপাতালে ভর্তি হন তিনি।

তবে পরিবার জানিয়েছে, বার্ধক্যজনিত বিভিন্ন রোগ থাকায় নিয়মিত চেকআপের জন্য তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। ওই দিন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানো হয়।

জানতে চাইলে মেডিক্যাল বোর্ডে থাকা চমেকের আইসিইউ সহযোগী অধ্যাপক ডা. হারুন অর রশিদ গতকাল বিকেলে কালের কণ্ঠকে বলেন, ‘ওনার (আহমদ শফী) শারীরিক অবস্থা স্থিতিশীল। ভর্তির সময় শারীরিক যে অস্থিরতা ছিল, তা এখন নেই। পরীক্ষা-নিরীক্ষায় কোনো সমস্যা পাওয়া যায়নি।’

এই বিভাগের আরো খবরAllEscortAllEscort