মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আরো ৪৭ চীনা অ্যাপ নিষিদ্ধ হলো ভারতে

তথ্যপ্রযুক্তি ডেস্ক : আরো ৪৭টি চীনা অ্যাপ নিষিদ্ধ হচ্ছে ভারতে। এ ছাড়া পাবজিসহ আরো ২৫০টি অ্যাপকে নজরে রেখেছে দেশটির সরকার। এই অ্যাপগুলোকে পরীক্ষা করে দেখা হবে যে সেগুলো জাতীয় নিরাপত্তা ভাঙছে কি না।

কদিন আগে সেখানে ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করা হয়। যদিও নতুন করে নিষিদ্ধ হওয়া ৪৭টি অ্যাপের তালিকা এখনো প্রকাশিত হয়নি।

লাদাখে ভারত-চীন সংঘর্ষের পর চীনের ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করার পর চীনা পণ্য বর্জনের শোরগোল শুরু হয় সারা দেশে। অ্যাপ নিষিদ্ধ হওয়ার পর অল্প সময়েই গুগল প্লেস্টোর থেকে মুছে ফেলা হয়েছিল সেগুলো।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

 

এই বিভাগের আরো খবর