শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

আইসিসি থেকে সরলেন ভারতের মনোহর

স্পোর্টস ডেস্ক : আইসিসির চেয়ারম্যান হিসেবে চার বছরের মেয়াদ শেষ করে দায়িত্ব থেকে সরে গেছেন ভারতের শশাঙ্ক মনোহর। মনোহর সরে যাওয়ায় জল্পনা শুরু হয়েছে আইসিসি-র নতুন চেয়ারম্যান কে হবেন?  ২০১৬ সালে প্রথম এই দায়িত্বে এসেছিলেন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায়। দুই বছর পর দ্বিতীয় মেয়াদেও ছিলেন প্রতিদ্বন্দ্বিতাহীন। এবার তিনি সরে দাঁড়ানোয় অন্তর্বর্তীকালের জন্য দায়িত্ব নিয়েছেন ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। এবার নির্বাচনে ১৬টি দেশের মধ্যে ১১টি দেশের ভোট যিনি পাবেন, তিনিই হবেন আইসিসি-র চেয়ারম্যান।

বিষয়টিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা সতর্ক দৃষ্টি রাখছেন। তাঁদের অনেকেই চাইছেন করোনা-উদ্ভুত পরিস্থিতিতে সৌরভ গঙ্গোপাধ্যায় দায়িত্ব নিন। এছাড়া ইংল্যান্ডের কলিন গ্রেভস চেয়ারম্যান হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট ডেভ ক্যামেরনও নির্বাচনে লড়তে চান বলে জানিয়েছেন।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort