মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

আইপিএল’র ফাইনাল ১০ নভেম্বর

স্পোর্টস ডেস্ক :  অবশেষে কেটে গেল সব ধরনের অনিশ্চয়তা। সকল জটিলতার অবসান ঘটিয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে থাকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টির ত্রয়োদশ আসর। টুর্নামেন্টের শুরু ও ফাইনালের আনুষ্ঠানিক দিন তারিখও ঘোষণা করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল।

রবিবার ভিডিও কনফারেন্সে আইপিএল’র ত্রয়োদশ আসর নিয়ে দীর্ঘ বৈঠক শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে জানানো হয়, ১৯ সেপ্টেম্বর শনিবার থেকে সংযুক্ত আরব আমিরাতের মাঠে আইপিএল-২০২০ এর বল মাঠে গড়াবে।

১০ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ৫৩ দিনের টুর্নামেন্ট। এর আগে সম্ভাব্য সূচিতে ৮ নভেম্বর ফাইনালে হতে পারে বলে জানানো হয়েছিল।

প্রাথমিকভাবে ঠিক হয়েছে আসরের সব ম্যাচ হবে দুবাই, শারজা এবং আবু ধাবিতে। তবে প্রয়োজনে তা পরিবর্তন হতে পারে।

টুর্নামেন্টের ১০টি ম্যাচ হবে দিনে। বাকি সব ম্যাচ হবে রাতে। প্রতিটি ম্যাচের সম্প্রচার ৩০ মিনিট করে এগিয়ে আনা হয়েছে। দিনের ম্যাচগুলো বাংলাদেশ সময় বিকাল ৪টা থেকে শুরু হবে। রাতের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা থেকে।

এ বছর আটটি দল লড়াই করবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে ধনী টুর্নামেন্টের শিরোপার জন্য।

বিসিসিআই’র বিবৃতিতে আরও জানানো হয়, ছেলেদের আইপিএলের পাশাপাশি আরব আমিরাতেই নারী টি-টোয়েন্টি চ্যালেঞ্জার সিরিজও অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে তিনটি দল থাকবে। আইপিএলের প্লে-অফের সপ্তাহেই হবে নারীদের টুর্নামেন্ট। খুব দ্রুতই তিনটি দলকে নিয়ে বৈঠক ডাকা হবে বলে জানানো হয়েছে।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort