রবিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

অভিনয়ের জন্য কারো শয্যাসঙ্গী হইনি : রাভিনা

বিনোদন ডেস্ক : নব্বইয়ের দশকের সাড়া জাগানো অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। দীর্ঘ ক্যারিয়ারে অনেক সিনেমা করেছেন তিনি। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডে স্বজনপ্রীতির বিষয়টি নিয়ে জোর সমালোচনা হচ্ছে। এরই মধ্যে এক সাক্ষাৎকারে বলিউডে তার অভিজ্ঞতা জানিয়েছেন রাভিনা ট্যান্ডন।

তিনি বলেন, ‘আমার কোনো গডফাদার ছিল না। কোনো ক্যাম্পের সদস্যও ছিলাম না। এমনকি কোনো নায়কও আমার প্রচার করেননি। সিনেমায় সুযোগ পেতে কারো শয্যাসঙ্গী হইনি। অনেক ক্ষেত্রেই আমাকে অহংকারী বলা হতো। কারণ নায়কদের কথামতো চলতাম না—হাসতে বললে হাসতাম না, বসতে বললে বসতাম না।’

এই অভিনেত্রী জানান, তার আচরণে এক অভিনেতা কষ্ট পেয়েছিলেন। এরপর তাকে নিয়ে নানা উল্টা পাল্টা প্রতিবেদন করা হয়েছে। শুধু তাই নয়, সেই সময় কোনো নারী সাংবাদিকও তার পাশে দাঁড়ায়নি বলে দুঃখ প্রকাশ করেন তিনি।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort