শনিবার, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

অবশেষে প্রকাশ্যে আসলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : করোনার কারণে জারি করা লকডাউন শেষে অবশেষে প্রকাশ্যে আসলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার জাতীয় ছুটির দিন উদযাপনের একটি অনুষ্ঠানে যোগ দেন পুতিন।

দুই মাসের বেশি সময় পর তিনি প্রকাশ্যে আসলেন। পশ্চিম মস্কোর একটি স্মৃতি সৌধে জাতীয় পতাকা উড্ডয়নের দেখার পর একটি পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন। এই সময় পুতিন এবং পুরষ্কার গ্রহণকারী কারো মুখেই মাস্ক দেখা যায়নি।

এর আগে সর্বশেষ মার্চের শেষ দিকে প্রকাশ্যে এসেছিলেন পুতিন। ব্যবসায়ীদের সঙ্গে ঐ বৈঠকের পরই আংশিক লকডাউন ঘোষণা করেন তিনি। এরপর আড়ালে চলে যান।

 

এই বিভাগের আরো খবর